নিজস্ব প্রতিবেদক: ঈদ যাত্রায় গত কয়েক দিন ধরে সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছে মানুষ। চতুর্থ দিনে শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কমলাপুরে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে শনিবার মধ্যরাতে হাজারো ঘুরমুখো মানুষ ঢুকে পড়ে প্লাটফর্মে। এদিন সন্ধ্যায়ও একবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
এবারের ঈদ যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে কেউ প্রবেশ করতে পারছেন না, মেইন গেটে টিকিট প্রদর্শন করেই প্লাটফর্মে প্রবেশের অনুমিত মিলছে। যারা টিকিট পাননি, তারাও নিতে পারছেন স্ট্যান্ডিং টিকিট। শনিবার সন্ধ্যার পর থেকে নির্দিষ্ট সময়ের আগেই হাজারো ঘরমুখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো স্টেশন। পরে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়ে যাত্রীরা।
বুধবার থেকে এবারের ঈদযাত্রা শুরু করে রেলওয়ে। তবে প্রথম দুইদিন (বুধ ও বৃহস্পতিবার) যাত্রীর চাপ স্বাভাবিক হলেও শুক্রবার থেকে তা বেড়েছে। শনিবার কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই ছিল না।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, রাতে সবগুলো প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়। একদিকে গরম, অন্যদিকে অধিক লোকসমাগমের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের।
MNU/sat