নিজস্ব প্রতিবেদক: স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। তবে, গত কয়েক দিনের তুলনায় আজ ট্রেনে ভোগান্তি কমেছে। যাত্রীরা বলছেন, টিকিট পেতে কষ্ট হলেও ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় স্বস্তি মিলেছে। এদিকে, আজ শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। অন্যদিকে মহাসড়কে যানজটের ভোগান্তি না থাকলেও নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
হাজারো মানুষের ভিড় আর গরমের ধকল, তারপরেও মুখে হাসি। এই আনন্দের উপলক্ষ প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে পারার। যদিও যাত্রার আগে ট্রেনের টিকিট পেতে ভোগান্তির শেষ ছিলো না। এখন স্বস্তিতে ট্রেনে বসে বাড়ি ফিরতে পারলেই খুশি।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানালেন, রোববার (পহেলা মে) ট্রেনে করে ঢাকা ছাড়ছে ৫৩ হাজার মানুষ। এছাড়া দেয়া হচ্ছে আগামী ৫ তারিখের ফিরতি ট্রেনের টিকিট।
এর আগে, শনিবার মধ্যরাতে কমলাপুর স্টেশনে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে হাজারো মানুষ ঢুকে পড়ে প্লাটফর্মে। যার মধ্যে অনেকের টিকিট ছিলো না।
এদিকে, মাহাখালী, গাবতলী ও সায়দাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে বেড়েছে ভিড়। তবে নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
MHS/prabir