নিজস্ব প্রতিবেদক: শেষ মুহূর্তে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপনীবিতানগুলোয় ক্রেতাদের ভিড়ও বেড়েছে। করোনা অতিমারি কাটিয়ে পছন্দমতো ঈদের কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। সড়কে যানজট ও মার্কেটগুলোতে ভিড় কম থাকায় কেনাকাটাও চলছে স্বাচ্ছন্দে। তবে ঈদে সরকারি ছুটি লম্বা হওয়ায় শেষ মুহূর্তে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা।
করোনা অতিমারির কারণে গেলো দু’বছর ঈদে অনেকটা ঘরবন্দি ছিলো রাজধানীবাসী। সেই অচলাবস্থা কাটিয়ে এ’বছর স্বাভাবিকভাবে মার্কেটে কেনাকাটা করছেন সবাই।
নতুন নতুন বাহারি ডিজাইনের পোশাক, জুতা, প্রসাধনীসামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ভিড় ও জ্যাম এড়াতে কেনাকাটা করতে শেষ সময়টা বেছে নিয়েছেন অনেকে। দাম নিয়েও তেমন অভিযোগ নেই তাদের।
তবে শেষ মুহূর্তে বেচাকেনা নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। সরকারি ছুটি লম্বা না হলে করোনাকালের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব ছিল বলেও মনে করেন তারা।
MHS/prabir