নিজস্ব প্রতিবেদক: আর একদিন বাদেই ঈদ। নামাজ আদায়ে ঈদগাহ ময়দানে যাওয়া কিংবা নিশ্চিন্তে ঘোরাঘুরি সারতে ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে তা জানার আগ্রহ অনেকের। আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা আছে।
তবে, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম থাকলেও গরম বেশি অনুভূত হতে পারে। এদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় আজ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
বৃষ্টির প্রবণতা থাকায় তাপমাত্রা সহনশীল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাতাসে বাড়তি আদ্রতার কারণে গরম বেশি অনুভূত হতে পারে।
এদিকে, কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নৌবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
MHS/prabir