দ্বিতীয় হওয়ার দৌঁড়েও পিছিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৫:১৫

আপডেট: ০১-০৫-২০২২ ১৫:১৫

ক্রীড়া ডেস্ক: লা লিগায় আবারো হারের মুখ দেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে তাদের রানারআপ হয়ে মৌসুম শেষ করার স্বপ্ন কঠিন হয়ে গেছে। শনিবার (৩০শে এপ্রিল) রাতে স্প্যানিশ লিগে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে পরাস্ত হয় দিয়াগো সিমিওনের দল।

ম্যাচ শুরুর মাত্র নবম মিনিট প্রথম গোল খায় অ্যাটলেটিকো মাদ্রিদ। হার্মেসো বল ক্লিয়ার করতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালেই। প্রথমেই পিছিয়ে পড়ে বেশ কয়েকটি আক্রমণে অবশ্য উঠেছিল সুয়ারেজ-গ্রিজমানরা। তবে সবই আটকে গেছে বিলবাওয়ের রক্ষণের কাছে এসে।

বিরতির পর খেলতে নেমেই দ্বিতীয় ধাক্কা খায় মাদ্রিদ। এবার গোল করেন ইনাকি উইলিয়ামস। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোলে জয় পায় বিলবাও।

দিনের অরেক ম্যাচে হেরে গেছে ভিয়ারিয়াল। আলাভেসের মাঠে ২-১ গোলে পরাজিত হয় তারা। অন্যদিকে, কোনোমতে ড্র করেছে ভ্যালেন্সিয়া। লেভান্তের সাথে ১-১ গোলে ড্র করেছে পেয়েছে ১ পয়েন্ট।

লা লিগায় ইতোমধ্যেই শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। ১ ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৩। ৩৪ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়ার অবস্থান দশ নম্বরে।

 

rocky/habib