ঈদে শাকিবের দুই সিনেমা

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৫:৪৩

আপডেট: ০১-০৫-২০২২ ১৫:৪৩

বিনোদন ডেস্ক: এবারের ঈদে শাকিব খান অভিনীত দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’। এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। ইতোমধ্যে শতাধিক হল বুকিং হয়ে গেছে।

দেলোয়ার হোসেন দিল লিখেছেন ‘বিদ্রোহী’র চিত্রনাট্য। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ও নবাগত মৃদুলা। এছাড়া আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ।

এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’-তে শাকিব খান হাজির হয়েছেন একেবারেই গ্রাম্য চরিত্রে, যেমনটি আগে দেখা যায়নি। এছাড়া ছবিটির জন্য একটানা দেড় মাস সময় দিয়েছেন শাকিব। ‘গলুই’ দিয়ে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরি। 

এ বিষয়ে শাকিব বলেছেন, “দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

সিনেমা হল মালিকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি ঢালিউড কিং। সেই সঙ্গে ভক্তদের বলেছেন, যেন ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ দুটি সিনেমাই হলে গিয়ে উপভোগ করেন।

 

rocky/habib