দিনাজপুর সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এদেশের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়েও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু রেখে এদেশের অর্থনীতিকে ধরে রেখেছে। আজ রোববার (১লা মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে কোন সরকারই শ্রমিকদের কথা ভাবেনি বরং শ্রমিকদের নির্যাতন চালিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার কৃষক ও শ্রমিকদের নির্যাতনের পথ বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য কল্যান ফান্ড গঠন করে দিয়েছে বলেও জানান তিনি ।
বিরল উপজেলার সকল শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়সহ আরো অনেকে।
Kaniz/habib