৬ দিন বন্ধ হিলি স্থলবন্দর

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৫:৫৪

আপডেট: ০১-০৫-২০২২ ১৫:৫৪

হিলি সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। আজ রোববার (পহেলা মে) সকালে বন্দরের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, রোববার (পহলো মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তেসরা মে ঈদুল ফিতর উদযাপন করা হবে। ফলে আজ থেকে ৫ই মে পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ই মে শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে আগামী ৭ই মে থেকে শুরু হবে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ ও ভারতে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকে। তবে ঈদে ও শ্রমিক দিবসে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা পারাপার করতে পারবেন। ইমিগ্রেশনের কার্যক্রম সব ছুটির আওতামুক্ত।

 

FR/habib