চৌঠা মে থাইল্যান্ড যাবে হকি দল

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৬:০২

আপডেট: ০১-০৫-২০২২ ১৬:০২

ক্রীড়া ডেস্ক: ব্যাংককে এশিয়ান গেমসের বাছাইপর্ব ও ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী ৪ঠা মে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। এমনটি জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।  

এর আগে ১ থেকে ৩রা মে পর্যন্ত মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করবে লাল সবুজের দল। আগামী ৭ই মে থেকে ১৫ই মে পর্যন্ত থাইল্যান্ডে চলবে এশিয়ান গেমসের  বাছাইপর্বের লড়াই। ২৩শে মে থেকে ১লা জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় চলবে এশিয়া কাপের খেলা। 

NS/habib