ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৬:১৩

আপডেট: ০১-০৫-২০২২ ১৬:১৩

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের লভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা লোকজনের সঙ্গে দেখা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ এই দূত। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর বহু মানুষ বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছে। 

৪৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, রাশিয়ার অভিযানে এক কোটি ২০ লাখের বেশি ইউক্রেনীয় বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। যা যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের জনসংখ্যার ৩০ শতাংশ। 

রেল স্টেশন পরিদর্শনের সময় অ্যাঞ্জেলিনা জোলি বাস্তুচ্যুত লোকজনের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গেও সাক্ষাৎ করেন। কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে। তারা জোলিকে জানান, স্টেশনে আশ্রয় নেয়া অনেকেরই বয়স দুই থেকে ১০ বছর। এসময় স্টেশনে ছোট্ট শিশুকে কোলে তুলে আদর করেন তিনি। শিশুদের সঙ্গে ছবিও তুলেন জোলি।

 

AAJ/habib