চট্টগ্রাম প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। শ্রমিকদের বেতন আগের তুলনায় ছয় থেকে আটগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ রোববার (পহেলা মে) দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে মে দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সরকার শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা করেছে। শেখ হাসিনার সরকার শ্রমিকদের অধিকারের জন্য কাজ করছে, এটাই হল পার্থক্য। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ACS/prabir