ঈদে বাড়ি ফেরা হলো না ইমরানের

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৮:২০

আপডেট: ০১-০৫-২০২২ ১৮:২০

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের  মৃত্যু হয়েছে। আজ  (রোববার) ভোরে জেলার লাকসামে এ দুর্ঘটনায় ঘটে। 

নিহত ইমরান নোয়াখালী জেলার মাইজদী থানার সোনাগ্রামের মো. লূফতুর রহমানের ছেলে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঈদের ছুটি কাটাতে ইমরান ভোররাতে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ঢাকা থেকে নোয়াখালী বাড়ির  উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর রাতে লাকসামে রেলস্টেশনে ট্রেনটি পৌঁছালে ইমরান পড়ে মারা যায়। 

 

 

MBK/prabir