দক্ষিণ-পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া

প্রকাশিত: ০১-০৫-২০২২ ১৯:০৫

আপডেট: ০১-০৫-২০২২ ১৯:০৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এতে ধ্বংস হয়ে গেছে ওডেসা বিমানবন্দরের রানওয়ে। মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানাটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। 

সেখান আটকে থাকা হাজারো বেসামরিকের মধ্যে ২০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। ইউক্রেনের আরও দুই শতাধিক সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। আর ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়া ২৩ হাজার সেনা হারিয়েছে। 

এদিকে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়াও, ইউক্রেনের সংঘাতের মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নুন্যতম রাখা উচিত বলে মনে করে রাশিয়া।

 

/prabir