নিজস্ব সংবাদদাতা : কেনাকাটার এমন ভিড় দেখে বোঝার উপায় নেই এটি রাত ২ টার দৃশ্য। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর শপিংমলগুলো। রাজধানীর এলিফ্যান্ট রোডে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। দোকানগুলোতে যেন তিল ধারণের জায়গা নেই। একই অবস্থা নিউমার্কেট ও আশেপাশের বিপণীবিতানগুলোতেও।
মঙ্গলবার ঈদ, তাই শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। পাঞ্জবির দোকানগুলো অপেক্ষাকৃত ভিড় বেশি।
বিক্রি বাড়ায় খুশি দোকানদাররাও। করোনা অতিমারিতে গেল দুই বছর ঈদে যে ক্ষতি হয়েছে, এবার তা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করছেন বিক্রেতারা।
শুধু নিউমার্কেট কিংবা নামিদামী শপিংমল নয় রাতভর কেনাকাটা চলেছে ফুটপাতের ছোট দোকানগুলোতেও।
Bulbul/ramen