আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহ অবরোধের পর মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার কাজ আবার শুরু হয়েছে ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এবং জাতিসংঘের নেতৃত্বে এই প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিকে, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে।
রাশিয়ার পূর্বাঞ্চলে গোলাবর্ষণে ৮ জন নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়ে দিয়েছে জার্মানি। এছাড়া, চলতি বছরের শেষ দিকে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।
mina/ramen