অনলাইন ডেস্ক: ছুটির দিনে বাসায় কাউকে দাওয়াত করেছেন বা যে কোনো উৎসবে ঘরেই তৈরী করে ফেলতে পারেন। মেহমানকে চমকে দিতে পারেন লাচ্ছা সেমাইয়ের কেক দিয়ে। খুব অল্প সময়েই এটা তৈরি করা যায়। দেখুন কিভাবে তৈরি করবেন লাচ্ছা সেমাইয়ের কেক-
প্রয়োজনীয় উপকরণ
লাচ্ছা সেমাই-১ প্যাকেট,
ডিম ২টি,
আইসিং সুগার-১ কাপ,
বাদাম কুচি-২ টেবিল চামচ,
কিসমিস ১ টেবিল চামচ,
ঘি-২ টেবিল চামচ,
তেল– আধা কাপ।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বলে ডিম, ঘি, তেল ও চিনি ভালোমতো বিট করে নিতে হবে। এরপর লাচ্ছা সেমাই ভেঙে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। ওভেন ট্রেতে দিয়ে উপরে বাদাম ও কিসমিস দিতে হবে।
এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট ইলেক্ট্রিক ওভেনে বেক করবেন। খেয়াল রাখবেন ইলেক্ট্রিক ওভেনের ওপরের রড যেন বেশিক্ষণ না জ্বলে। এতে কেক পুড়ে যেতে পারে। ২০ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন লাচ্ছা সেমাইয়ের কেক।
mina/ramen