অলনাইন ডেস্ক: বাঙালির ঈদ মানে হাতের মেহেদী দিতেই হবে। বাহারি সব ডিজাইনে মেহেদি লাগানো হয় হাতে-পায়ে। তবে হাত ভরে মেহেদি পরলেও গাঢ় রঙের অভাবে সঠিক সৌন্দর্য ফুটে ওঠে না। আবার অনেক সময় সারারাত ধরে হাতে মেহেদি রাখলেও গাঢ় রং মেলে না। তাই মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখালেই পাবেন মেহেদির গাঢ় রং। চলুন জেনে নেয়া যাক মেহেদির রং গাঢ় করার কৌশল-
গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন এবং হাতে মেহেদী লাগানোর পর ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।
মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেদি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ বেশি ব্যবহার করবেন না।
মেহেদির স্থানে সরিষার তেল ব্যবহার করুন। তারপর ব্যান্ডেজ দিয়ে স্থানটি ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেদির রং অনেকটাই গাঢ় হয়েছে।
অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি তুলবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা পানি লাগাবেন না।
mina/ramen