নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণা জেলার হাওরাঞ্চলের শতভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার (দোসরা মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওরে ফসল কর্তনের সর্বশেষ অবস্থা নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, জেলার হাওরে ১০০ ভাগ ধান কাটা হয়েছে। তবে জেলায় সার্বিকভাবে কাটা হয়েছে ৪৫ ভাগ ধান। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সকলের সহযোগিতায় হাওরে বেরী বাঁধ রক্ষা করে ৬৫৭ কোটি টাকার ধান রক্ষা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
rocky/sharif