চট্টগ্রাম প্রতিবেদক: দলের নাম ভাঙিয়ে সুযোগ-সুবিধা নিয়ে যারা পরীক্ষিত নেতাকর্মীদের নিগৃৃহীত করে তাদের স্থান আওয়ামী লীগে হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (দোসরা মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন গুহকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ায় গত শুক্রবার পটিয়া হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করে ইউপি চেয়ারম্যান বিএম জসিম ও তার সমর্থকরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জসিম। এ ঘটনার পর অভিযান চালিয়ে চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে ওয়াসিকে গ্রেপ্তার করে পুলিশ।
ACS/sharif