হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে স্বামীর নির্যাতন সইতে না পেয়ে গলায় ফাঁস দিয়ে পিংকি (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার রাতে ঘটনাটি হিলি পৌর এলাকার মাঠপাড়া গ্রামের। নিহত পিংকি ওই এলাকার সেলিম হোসেনের স্ত্রী।
নিহতের ভাই রবিউল আওয়াল বলেন, ‘আমার বোন-জামাই নেশা করে থাকে এবং বাড়িতে এসে আমার বোনকে মারধর করে। কিছুদিন আগে আশা এনজিও থেকে ৩০ হাজার টাকা তুলে দেন আমার বোন। সেই টাকা শেষ করে গতকালকে আবারো টাকা চায় আমার বোন-জামাই। টাকা না দিলে মারপিট শুরু করে। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।’
হাকিমপুর (হিলি) থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।’
MBK/sharif