আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জেলবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মরক্কোর বাদশা ষষ্ঠ মুহাম্মদ। এই বন্দীরা সন্ত্রাসবাদ কিংবা উগ্রবাদের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। মরক্কোর বিচার মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এতথ্য জানায় আরব নিউজ।
গতকাল রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাতি ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আদর্শ সংশোধন এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদ থেকে সরে আসার প্রতিশ্রুতি প্রদান সাপেক্ষে এই বন্দীদের ৯৫৮ জনকে ক্ষমা করা হয়েছে। ক্ষমা পাওয়া বন্দীদের মধ্যে ২৩ জনকে মুক্তি দেওয়া হয় এবং বাকিদের সাজা কমানো হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ মরক্কো ২০১৭ সাল থেকে ‘মৌসালাহা’ নামে একটি কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বন্দীদের সাজা কমানো অথবা মুক্তিদানের সুযোগ পান দেশটির বাদশাহ।
munia/sharif