কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামে জিয়ারুল হক মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (দোসরা মে) সকালে ধরলা ব্রিজ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত জিয়ারুল হক মন্ডল ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী হালিমা আক্তার জানান, মানসিক সমস্যার কারণে জিয়ারুলকে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল রোববার (পহেলা মে) সকাল ১১টা থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ না পেয়ে রাতে মাইকিং করা হয়। পরে সোমবার ধরলা ব্রিজে মরদেহ পান।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিহতের সুরতহাল শেষে মরদেহ মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ACS/sharif