নিজস্ব প্রতিবেদক: ঈদের দিনগুলোতে বৈশাখী টেলিভিশনের পর্দাজুড়ে রয়েছে বর্ণিল আয়োজন। দর্শকদের ঈদ আনন্দে ভরিয়ে তুলতে সাজানো হয়েছে সব অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিনেও থাকছে নাটক, সিনেমা, গানের অনুষ্ঠান। চতুর্থদিনের সকালও শুরু হয় গানে গানে। ছিলো ধারাবাহিক নাটক ও সিনেমার গান। এরপর দুপুর ২ টা৪০ মিনিটে রয়েছে বাংলা সিনেমা ‘জমিদার।’
বিকেলে ৫ টা ১৫ মিনিটে থাকছে বিনোদনমূলক অনুষ্ঠান অন্যরকম ঈদ। এরপর, ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সুন্দরী বাঈদানী। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘হাইপ্রেসার ট্’ু।
সন্ধ্যা সাড়ে ৭ টায় ধারাবাহিক নাটক বার্থডে পুশিং এর চতুর্থ পর্ব প্রচারিত হবে। এরপর
রাত ৮টা ১০ মিনিটে রয়েছে একক নাটক ‘টিকটক বউ’।
রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ঈদ টুর্নামেন্ট’। রাত ১০টায় রয়েছে আরেক ধারাবাহিক ‘তেলবাজি কোচিং সেন্টার’। এরপর রাত সাড়ে ১০ টায় থাকছে ধারাবাহিক নাটক ‘হোটেল ফাইভ স্টারে’র তৃতীয় পর্ব। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মেগা নাটক ‘নায়িকার বিয়ে’।
LGR/ramen