রাজবাড়ী সংবাদদাতা: মামলার দীর্ঘসূত্রতা বিচার প্রার্থীদের আস্থা নষ্ট করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে বিচারপ্রার্থীদের সুবিচার পাওয়ার প্রতি লক্ষ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।
রোববার (৮ই মে) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালত চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। বিচার প্রার্থীদের আত্মবিশ্বাস বিচারকদেরই ফিরিয়ে আনতে হবে। বিচারপ্রার্থীরা যেন প্রকৃত বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে আদালতের মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবী উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এর আগে জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।
AR/shamim