নিজস্ব প্রতিবেদক: ঈদের লম্বা ছুটির পালা শেষ হয়েছে, রাজধানী ঢাকাও ফিরছে চিরচেনা রূপে। রোববার থেকে পূর্ণাঙ্গ রূপে খুলেছে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান।
সেই সাথে ঢাকার রাস্তায় ফিরেছে পুরনো যানজট। তবে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা এখনো কম, ফলে গণপরিবহনের জায়গা না পেয়ে কর্মস্থলগামী অনেককে হেটেই রওয়ান দিতে দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত যানবাহন, অটোরিক্সা ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি।
এদিকে, রোববার থেকেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যানজটও দেখা যায় এসব এলাকায়।
SAI/ramen