ক্রীড়া ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজ সামনে রেখে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ ও ঢাকার মিরপুরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল অনুশীলন করেছে। সোমবার (৯ই মে) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে সফরকারী শ্রীলঙ্কা দল।
একাডেমি মাঠে নেটে ব্যাটিং ও বোলিং এবং মূল মাঠে ফিল্ডিংয়ে নিজেদের প্রস্তুত করে নেয় সফরকারীরা। ১০ ও ১১ই মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
অন্যদিকে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে স্বাগতিক বাংলাদেশ দল। এই মাঠে ১৫ই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তাই একটু আগে ভাগেই সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনুশীলন শুরু করেছেন স্বাগতিক ক্রিকেটাররা।
rocky/ramen