রংপুর সংবাদদাতা: নানা কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে আজ (৯ই মে) আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে মরহুমের জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেপুরে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রংপুর জেলা পরিষদ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন, পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ।
এছাড়া দিনব্যাপী কর্মসূচীতে ছিলো কোরআন তেলওয়াত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।
afroza/shimul