বিনোদন ডেস্ক: কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা মারা গেছেন। মঙ্গলবার (১০ই মে) মুম্বাইয়ে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী মনোরমা ও পুত্র রাহুল শর্মাকে রেখে গেছেন।
এই বিখ্যাত শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পণ্ডিত শিবকুমার শর্মা গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।
কাশ্মীরের বাদ্যযন্ত্র সন্তুর উপত্যকার বাইরে খুব একটা পরিচিত ছিল না। এই বাদ্যযন্ত্রটিকে ভারতবর্ষে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল পণ্ডিত শিবকুমার শর্মার। সেতার, সরোদের মতোই জনপ্রিয় হয়ে ওঠে সন্তুর। অনেকেই এই বাদ্যযন্ত্রটির প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। শিবকুমারের পুত্র রাহুল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন।
LGR/shimul