অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে। আর শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ই মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের মোট সংখ্যা অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ ২৯ হাজার ১২৭ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৬টি নমুনা।
samia/joy