ক্রীড়া ডেস্ক: বিপিএল ফুটবলে আজ দু’টি ম্যাচ রয়েছে । কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় ৫-এ রয়েছে চট্টগ্রাম আবাহনী।
জয় নিয়ে তালিকায় এগিয়ে যেতে চায় দলটি। অন্যদিকে পয়েন্ট তালিকায় তলানীতে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় তারা।
আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র । জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দুই দলই। খেলা দু’টি শুরু হবে বিকেল পৌনে ৪টায় ।
MHS/ramen