ক্রীড়া ডেস্ক: করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তাঁর নেগেটিভ রিপোর্ট এসেছে।
আজ শুক্রবার (১৩ই মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
গত মঙ্গলবার (১০ই মে) কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন দেশসেরা এই অলরাউন্ডার। নতুন করে আবার পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।
ছুটি কাটিয়ে গত মঙ্গলবার (১০ই মে) সকালেই দেশে ফেরেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল আসে অলরাউন্ডারের।
AR/ramen