ঝালকাঠি: মাছ চাষে স্বাবলম্বী অনেকে

প্রকাশিত: ১৪-০৫-২০২২ ০৮:২৬

আপডেট: ১৪-০৫-২০২২ ১২:০৮

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির নেহালপুর গ্রামে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার যুবক। এক গ্রামেই গড়ে উঠেছে শতাধিক মাছের ঘের। এখানকার উৎপাদিত মাছ দিয়ে চাহিদা মিটছে পুরো জেলায়। গ্রামটিতে মাছ চাষের পরিধি আরো বাড়াতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়ক থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে নেহালপুর গ্রাম। যেখানে রাস্তার দু’পাশে দেখা মিলে একের পর এক মাছের ঘের। এমন ঘেরের সংখ্যা বর্তমানে শতাধিক। 

মৎস্য চাষিরা জানালেন, ঘেরে রুই কাতলা, পাঙ্গাস, শিং, কই, পাবদা ও মাগুর চাষ হচ্ছে। তাদের উৎপাদিত মাছ যায় পুরো জেলায়।  বাজারে ভালো দাম পাওয়া লাভবান হচ্ছেন তারা। তবে, মাছের খাবারের দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। 

জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, এই গ্রামে বছরে সাড়ে তিনশো থেকে চারশো টন মাছ উৎপাদন হয়। মাছ চাষের পরিধি আরো বাড়াতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। 

পরিধি বাড়লে পাশ্ববর্তী জেলায় মাছের চাহিদার একটি বড় অংশও পূরণ করা সম্ভব বলেও মনে করেন এই কর্মকর্তা। 

rocky/ramen