গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আজ শনিবার (১৪ই মে) সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। আহত হন আরও অনেকে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
MHS/ramen