দক্ষিণী অভিনেত্রী সাহানার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪-০৫-২০২২ ১২:৪১

আপডেট: ১৪-০৫-২০২২ ১২:৪১

বিনোদন ডেস্ক : নিজ বাড়ি থেকে উদ্ধার হল কেরালার জনপ্রিয় মডেল ও দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ। শুক্রবার (১৩ই মে) কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

সাহানা আত্মহত্যা করেছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। তার অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সংবাদমাধ্যমকে সাহানার মা জানিয়েছেন, বৃহস্পতিবার ছিল সাহানার জন্মদিন। সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করে জন্মদিনে কী কী করেছে সব জানায়। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।

উল্লেখ্য কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত সবসময়।

MHS/ramen