ক্রীড়া ডেস্ক: আর্চারি বিশ্বকাপে পুরুষদের দলগত ইভেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। কোরিয়ায় অনুষ্ঠিত এই আসরের নক আউট পর্বে অস্ট্রলিয়াকে ৬-০ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রোমান সানা, হাকিম আহমেদ ও আবদুর রহমান।
প্রথম সেটে ৫৬-৫২ সেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৫৪-৫২ সেটে জয় নিয়ে দাপট ধরে রাখে রোমান সানারা। তৃতীয় সেটে ৫৭-৫৪ পয়েন্টে জয় নিয়ে এক সেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগামীকাল একক নারী ও পুরুষ এবং মিশ্র ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
MNU/joy