ক্রীড়া ডেস্ক: আর্চারি বিশ্বকাপের মিশ্র ইভেন্টের প্রি-কোয়ার্টার থেকে বাদ পড়েছে বাংলাদেশ। কোরিয়ায় অনুষ্ঠিত এই আসরের মিশ্র ইভেন্টে স্বাগতিক দলের বিপক্ষে ৬-২ সেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম সেটে ড্র করে বাংলাদেশ। পরের সেটে জয় পায় কোরিয়া। তৃতীয় সেটে ড্র করে দুই দল। শেষ সেটে বাংলাদেশ জয় পেলে ম্যাচটি চলে যায় টাইব্রেকারে। সেখানে দিয়া ও রুবেল কোরিয়ার কাছে হেরে বিদায় নেন প্রি-কোয়ার্টার থেকে। এর আগে তুরস্ককে হারিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।
এদিকে, নারী এককের নক আউট পর্বে স্পেনের ক্যানালেস এলিয়ার কাছে ৫-৬ সেটে হেরেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী। আর পুরুষদের একক নক আউট পর্বে রোমান সানা ৪-৬ সেটে হেরেছে ভারতের তরুণদীপ রাইয়ের কাছে।
NS/joy