ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যাদের পাঁচজনই রোহিঙ্গা। আজ শনিবার (২১শে মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একে এম শওকত ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর কালিবাড়ী থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা পেটের মধ্যে করে ইয়াবা পাচার করতো।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনই রোহিঙ্গা নাগরিক। তারা হলেন মো. শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার, মো. তৈয়ব, আনোয়ারা আক্তার। বাংলাদেশী দু’জন হলেন মো. নাজমুল হুদা, ইলিয়াস কাদের বাবুল। তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ এবং ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Kaniz/joy