আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, গত বছর মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে ২ হাজার ৫২টি, এরমধ্যে কার্যকর হয়েছে অন্তত ৫৭৯টি।
সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইরানে। দেশটিতে গত চার বছরে ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া, মৃতুদণ্ডের হার বেড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকেটি দেশেও। এ তালিকায় চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামকে যুক্ত করা হয়নি।
অ্যামনেস্টি জানিয়েছে, করোনা অতিমারির কারণে মৃত্যুদণ্ডের হার কমানো সুযোগ থাকলেও তা পরিবর্তে বেড়েছে। দেশগুলো মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি অবহেলা দেখিয়েছে বলেও মন্তব্য করেছে মানবাধিকার সংস্থাটি।
SAI/habib