ক্রীড়া ডেস্ক: আগামী বছরের জুন মাসের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ মঙ্গলবার (২৪শে মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়নের কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপনের সময় তিনি একথা বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ছিলো।
কিন্তু তা শেষ হতে আরো ৬ মাস লাগবে। প্রায় ১০০শ কোটি টাকা ব্যয়ে জাতীয় এই স্টেডিয়ামটির আধুনিকায়ন কাজের মধ্যে রয়েছে- গ্যালারির সেড নির্মাণ, ফ্লাড লাইট সরবরাহ ও স্থাপন, অ্যাথলেটিকস ট্র্যাক স্থাপন, মাঠ উন্নয়নসহ আন্তর্জাতিক মানের ২টি ড্রেসিংরুম, প্রেসিডেন্ট বক্স, মিডিয়া সেন্টার আধুনিকায়ন।
Imam/habib