কুষ্টিয়া সংবাদদাতা: চলতি বছর মাধ্যমিক পর্যায়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহানারা খাতুন। তিনি হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক। এ নিয়ে উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন জাহানারা।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি যাচাই-বাছাই শেষে জাহানারা খাতুনকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন জাহানারা। তার লেখা ভারতের সাময়িকীতেও প্রকাশিত হয়েছে।
চতুর্থবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাহানারা খাতুন। তিনি বলেন, এই প্রাপ্তি ইংরেজি শিক্ষক হিসেবে ছাত্রীদের মাঝে ইংরেজি ভাষা ও শিক্ষা ছড়িয়ে দিতে তাকে আরও বেশি উৎসাহিত ও দায়িত্ববান করবে।
MNU/sharif