নিজস্ব সংবাদদাতা: সিলেট ও সুনামগঞ্জে কমছে বন্যার পানি। দুই জেলা সদরের বিভিন্ন এলাকার পানি নেমে গেলেও কয়েকটি উপজেলার নিম্নঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে আছে। সেখানে পানি ধীরগতিতে নামছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্তদের। পানি নামার সাথে সাথে ক্ষয়ক্ষতির চিত্রও স্পষ্ট হচ্ছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় তিন উপজেলায় ১ হাজার ২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ১৩০টি ঘর। চূড়ান্ত প্রতিবেদনে এই সংখ্যা আরো বাড়তে পারে।
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজার ঘরবাড়ি। এর মধ্যে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাই সরকারের সহযোগিতা চাইছেন তারা।
MBK/ramen