ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে চিকিৎসক দল

প্রকাশিত: ০৫-০৬-২০২২ ১৫:১৮

আপডেট: ০৫-০৬-২০২২ ১৫:১৮

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে চিকিৎসকদের একটি বিশেষ টিম। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে আগামীকাল (সোমবার) চট্টগ্রাম যাবে এই দল। 

আজ (রোববার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এতথ্য জানান ডা. সামন্ত লাল। এসময় তিনি বলেন, ‘চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় দুইজন আমাদের এখানে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের শঙ্কামুক্ত বলতে পারি না'। 

চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সাথে যোগাযোগ রাখছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরণের নির্দেশনা দিয়েছেন। যদিও টিমের বাকি সদস্যদের বিষয়ে কোনো তথ্য জানাননি দেশের অন্যতম শীর্ষ এই সার্জারি বিশেষজ্ঞ।

rocky/sharif