নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার) দুদকের মানি লন্ডারিং শাখার উপ-পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন মামলাটি দায়ের করেন। এর আগে ৯ই জুন কমিশন মামলাটি অনুমোদন দেয়।
মামলার এজাহারে বলা হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক এই বিচারকের বিরুদ্ধে আনা সব অভিযোগ ও সংশ্লিষ্ট অভিযোগের নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার পর মামলার সিদ্ধান্ত হয়েছে।
মোতাহারের বিরুদ্ধে অভিযোগ একজন বিশেষ জজ হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে অঢেল সম্পত্তির মালিক বনেছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, অবৈধভাবে সম্পদ অর্জন ও ঘুষ নিয়ে আসামিদের খালাস দেওয়ার অভিযোগও ছিল।
২০১৩ সালে মোতাহার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের একপর্যায়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি হাজির হননি। মোতাহারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করে দুদক। তবে ওই নিষেধাজ্ঞা জারির আগেই তিনি গোপনে মালয়েশিয়া পাড়ি জমান।
AR/sharif