নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে।’
সোমবার (১৩ই জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে। রোববার শনাক্ত ছিলো ১০৯ জন। করোনা এখনও নির্মুল হয়নি। বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে।
তিনি বলেন, ‘ইতিমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। এজন্য এখন সবাইকে আগের মত স্বাস্থ্য সচেতন হতে হবে। কোনোভাবেই অবহেলা করা যাবে না।’
সবাইকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে অনুরোধ করছি মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।’ টিকা না নিলে দ্রুত নেয়ার পরমর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
rocky/shamim