নেটফ্লিক্সে আবার ‘স্কুইড গেম’

প্রকাশিত: ১৫-০৬-২০২২ ০৫:৪২

আপডেট: ১৫-০৬-২০২২ ০৫:৪২

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সের গত বছরের সেরা ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ আসছে নতুন সিজন নিয়ে।  নেটফ্লিক্স এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে দ্বিতীয় সিজন নির্মাণের কথা। ইতোমধ্যে একটি টিজার প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

কোরিয়ান শিশুরা খেলে, এমন কিছু সাধারণ খেলাকে ঘিরেই এই সিরিজের গল্প। তবে সেই খেলায় হারা মানেই নির্মম মৃত্যু। আর জিতলে অবিশ্বাস্য অংকের টাকা!

‘স্কুইড গেম’-এর চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি নির্মাণ করেছেন হোয়াং ডং-হিউক। দীর্ঘ ১২ বছর সময় নিয়ে সিরিজটি বানিয়েছেন তিনি

তবে ঠিক কবে নাগাদ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে, তা জানায়নি নেটফ্লিক্স। ধারণা করা হচ্ছে, এ বছরই দর্শকদের চমক দেখাতে আসছে সিরিজটি।

 

rocky/prabir