ডেস্ক প্রতিবেদন : বুধবার স্থানীয় সরকারের অধীনে দেশের ৪ জেলার ৫টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। এসব পৌরসভায় প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী মেয়র পদে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
এরমধ্যে, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ভোটে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেননি নৌকার প্রার্থী আতিকুর রহমান মিয়া। সেখানে জিতেছেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ১৫৪টি। অন্যদিকে, আতিকুরের নৌকায় ভোট পড়েছে ৬০৪টি। ব্যবধান ৫ হাজার ৫৫০। এছাড়া, গোপালগঞ্জ সদর উপজেলায় দলীয় প্রতীকে ভোট না হলেও বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতা শেখ রাকিব হোসেন।
সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুরকে দেড়গুণ ভোটে হারিয়েছেন বিদ্রোহী জি এস ফারুকুল হক।
বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, পৌরসভার ১০ কেন্দ্রে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফারুকুল। তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।
মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান রিটন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি ১৫ হাজার ৪৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লা মতু পেয়েছেন ৭ হাজার ৪৪৬ ভোট।
এছাড়া, রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র হয়েছেন আওয়ামী লীগের জমির হোসেন জমির।
পৌরসভা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, জমির পেয়েছেন ৬ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট।
AR/habib