ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। নর্থ সাউন্ডে পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে সাকিব আল হাসানের দল।
টাইগারদের অনুশীনলে খুশি দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে, নর্থ সাউন্ডে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসটা ক্যারিবিয়দের পক্ষেই। সিরিজের প্রথম টেস্টে সেই ধারাটাই ধরে রাখতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্ব দরবারে পদ্মা সেতুর পটভূমি ও উদ্বোধনের বার্তা তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। এই সিরিজে অংশ নিতে ক্যারিবিয় দ্বীপে বাংলাদেশের ক্রিকেটাররা পা রাখে একটু আগে ভাগেই।
সাদা পোশাকের লড়াইয়ের জন্য প্রন্তুত হতে অনুশীলনের পাশাপাশি তিনদিনের প্রস্তুতি ম্যাচেও খেলেছেন তামিম-মুস্তাফিজরা। ম্যাচ শুরুর আগে টাইগারদের সুযোগ মিলেছে মূল ভেন্যুতে অনুশীলনের। যেখানে বাড়তি ঘাম ঝড়িয়েছেন সাকিব আল হাসান।
ক্যারিবিয় দ্বীপে সাদা পোশাকে বাংলাদেশের অর্জনটা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ বারে দেখায় ৫টিতে হেরেছে বাংলাদেশ। জয়ের দেখা মিলেছে মাত্র ২টিতে। আর একটি ম্যাচ ছিলো ড্রয়ের কাতারে।
নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি টেস্ট খেলেছিলো বাংলাদেশ। যেখানে ২১৯ রান ও ইনিংস ব্যবধানে হার মানে ডমিঙ্গোর শিষ্যরা।
বৃহস্পতিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে সেখানকার প্রাকৃতিক পরিবেশেকে মোকাবেলা করে। তবে অনুশীলন ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশ ভালো খেলায় টেস্ট সিরিজে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
এদিকে,ক্যারিবিয় দ্বীপে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই। নর্থ সাউন্ডে সেই সাফল্যটাই ধরে রাখতে চায় স্বাগতিকরা।
NS/ramen