নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতু চালু হলে খুলনা, বাগেরহাট অঞ্চলের শিল্প ও পর্যটন বিকাশের নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হওয়ার স্বপ্ন দেখছে এ অঞ্চলের মানুষ। বিভাগীয় শহর খুলনা হয়ে উঠতে পারে দেশের অন্যতম বাণিজ্যিক নগরী। গতি ফিরবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের।
প্রমত্তা পদ্মার বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মাসেতু। উদ্বোধনের পরপরই উম্মুক্ত হবে খুলনা বিভাগের সাথে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগের পথ। মানুষের যাতায়াতসহ ব্যবসা-বাণিজ্যের এক নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হবে।
কৃষি পণ্য এবং মাছ চাষের জন্য বিখ্যাত দেশের দক্ষিণাঞ্চলের জেলা খুলনা। সেতু চালু হলে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিমায়িত চিংড়ি ও মৎস্য থেকে রপ্তানি আয় বাড়বে। এক সময়ের শিল্পনগরীর পরিচিতি আবার ফিরে পাবে খুলনা, গড়ে উঠবে কল কারখানা সেই প্রত্যাশা এখানকার ব্যবসায়ী নেতাদের।
পদ্মা সেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি খুলনার আর্থ-সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ঘিরে থাকা সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ কেন্দ্রীক পর্যটন শিল্পে নতুন প্রাণ দেবে পদ্মা সেতু। পদ্মা সেতু চালুর ফলে দূরত্ব কমে যাওয়ায় পর্যটকরা দিনে এসে দিনেই ফিরতে পারবেন।
HAR/sharif