লালমনিরহাট ও কুড়িগ্রামেও বন্যা

প্রকাশিত: ১৮-০৬-২০২২ ১৬:৫৮

আপডেট: ১৮-০৬-২০২২ ১৬:৫৮

কুড়িগ্রাম সংবাদদাতা: তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীগুলোতে পানি বাড়ায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। এসব জেলার ২০টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেনবলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় বসবাসকারী চরাঞ্চলের মানুষজন। অনেক পরিবার নৌকা ও বাঁশের মাচানে আশ্রয় নিয়ে দিন পার করছে।

আজ শনিবার (১৮ই জুন) পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা গেছে, ধরলার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ২৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

AR/sharif