ক্ষুদে স্কেটারদের খেলায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

প্রকাশিত: ১৮-০৬-২০২২ ২১:৪১

আপডেট: ১৮-০৬-২০২২ ২২:০৭

ক্রীড়া প্রতিবেদক: প্রযুক্তি নির্ভরতা এমন এক প্রজন্ম গড়ে তুলছে, যারা প্রকৃতির কাছে যাবার সুযোগ কম পায়। মাঠে গিয়ে খেলার সুযোগও সীমিত। এই বাস্তবতায় মানসিকভাবে তাদের বিকাশে শিশু, কিশোরদের স্কেটিং শেখাচ্ছে একটি সংগঠন। শুক্রবার ও শনিবার  রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্কেটিং প্রশিক্ষণ দেয় তারা। খেলাধূলার মধ্যে শিশু-কিশোরদের সম্পৃক্ত রাখতেই তাদের এই প্রয়াস বলে জানায় সংগঠনটি।

প্রতীতি মহসিন পূর্বাদ্রি, ঢাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। মানিক মিয়া এভিনিউতে স্কেটিং করেন ২০১৯ সাল থেকে। মাঝে কিছু সময়ের বিরতি দিলেও, এখন নিয়মিত সপ্তাহে দু’দিন এখানে স্কেটিং করেন প্রতীতি। শখের বশেই স্কেটিং শেখা তার। শুধু নিজেই শেখেন না, অন্যদের সাথে চর্চা করতেও ভালোবাসেন।

প্রতীতির মতো আরো অনেকেই এখানে সপ্তাহে দু’দিন স্কেটিং করতে আসেন। বাংলাদেশে স্কেটিংয়ের বয়স প্রায় তিন দশক হলেও, এখনো অনেকেই এই খেলাটির সাথে পুরোপুরি পরিচিত নয়। তবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজধানীতে বিভিন্ন বয়সীদের মাঝে স্কেটিংকে জনপ্রিয় একটি খেলা হিসেবে পরিচিত করে তুলেছে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতেই অনেকে স্কেটিংকে বেছে নিয়েছে বলেও জানালেন তারা।

ঘরের চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে শিশু-কিশোররা যেনো নিজেদের ঠিকমতো বিকশিত করতে পারে, তাই অভিভাবকরা সন্তানদের নিয়ে আসেন স্কেটিং শেখাতে। শুধু বিনোদন নয়, স্কেটিংয়ের মাধ্যমে সকলকে খেলার সাথে সম্পৃক্ত রাখতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে স্কেটিং একাত্তর নামের একটি সংগঠন। সারা দেশেই এটি ছড়িয়ে দেয়ার লক্ষ্য তাদের বলে জানালেন স্কেটিং একাত্তর সংগঠনের প্রতিষ্ঠাতা মো: জিহাদ হোসেন।

স্কেটিংয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বিক সহোযোগিতা ও প্রশিক্ষণ নেয়ার পর্যাপ্ত জায়গা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ভালো করতে পারবে বলে তারা আশাবাদী।

Sunny/sharif